Friday 20 February 2015

সেরা স্ক্রীন রেকর্ডার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক (Debut Video Capture Software)

কম্পিটারের স্ক্রীন রেকর্ডারের জন্য অসংখ্য সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি কোনটি বেছে নিবেন? নিশ্চয়ই ঐ সফটওয়্যারটিই যেটি সবচেয়ে ভালো। কিন্তু কাহিনী হল আপনি ভালো সফট কোনটি তা বুঝবেন কিভাবে? কথা যাই হোক, আমি আমার ব্যবহার করা কিছু সফট থেকে আপনার জন্য সব্যেছে ভালো সফটটি দেয়ার চেষ্টা করছি। বেশিরভাগই সফটওয়্যারই খুব বেশি মেগাবাইটের। কাজেই হয়তো আপনি এত সময় ধরে ডাউনলোড দিতে চাইবেন না। এজন্য আমি দিব মাত্র দেড় এমবিএর (1.5 MB) সফটওয়্যার! আশা করি সফটওয়্যারটি ভালো লাগবে। সফটওয়্যাড়টির  নাম

Debut Video Capture Software । 


আসুন দেখে নেওয়া যাক এর কিছু ফিচারঃ

Thursday 19 February 2015

আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর

ইতিপূর্বে কোন ভাষার জন্য কোন জাতি রক্ত দেয় নি, প্রাণ দেয় নি বাঙালি ব্যতীত। বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ সালে রক্ত দিয়েছি। এরপরে ১৯৯৯ সালে ইউনেস্কো  বাংলা ভাষাকে আরও বেশী সম্মানিত করে। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে । বাংলা ভাষা বিশ্বদরবারে মাথা তুলে আরও একবার দাঁড়ানোর সুযোগ পায়। আমরা হই গর্বিত।

এতকিছুর পরেও কোথায় যেন ছন্দপতন ঘটেছে। আমরা বাংলা ভাষার চেয়ে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে ঊর্দ্ধগামী। যদিও বিদেশি ভাষা আয়ত্ত্ব করতে পারি কিনা তাতে আমার অনেক সন্দেহ। ঘটনা যাই হোক, আমার আজকের আলোচনা সেটা নিয়ে নয়। আজ আমার আলোচনার মূল বিষয়, "আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর", আর সে কাজটা করতে হবে আপনার, আমার। হ্যাঁ, আমাদের হাতে এখন প্রযুক্তি। এমন কিছু করতে হবে যেন, পরবর্তী প্রজন্ম আমাদের স্মরণ রাখে, আর আমরাও হয়ে উঠি আত্মবিশ্বাসী। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলা ভাষায় বিভিন্ন কন্টেন্ট ওয়েবে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে।